‘হাসিনা এখন মুর্দা, দিল্লির কবর থেকে মাঝে মাঝে উঁকি দেয়’

প্রকাশিতঃ 7:42 pm | February 17, 2025

কক্সবাজার প্রতিবেদক, কালের আলো:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘হাসিনা এখন মুর্দা। দিল্লির কবর থেকে মাঝে মাঝে হাসিনা উঁকি দিয়ে কী যেন বলতে চায়। মুর্দা মানুষ তো কথা বলতে পারে না। এ দেশে আওয়ামী লীগের নামে রাজনীতি করা আর জায়েজ নেই।

তিনি বলেন, জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে হাসিনা বিশ্বখুনি। হাসিনা ও তার মন্ত্রীরা গণহত্যার নির্দেশ দিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা শহরের বাহারছরা গোলচত্বরে (মুক্তিযোদ্ধা মাঠ) জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭৫ সালে শেখ মুজিব বাকশাল করে গণতন্ত্র এবং আওয়ামী লীগকে কবর দিয়েছিলেন।

অবিলম্বে জাতীয় নির্বাচনের রুট ম্যাপ ঘোষণা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পতিত ফ্যাসিবাদী সরকারের বিচার দাবিতে বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য চব্বিশের আন্দোলনে এত বিপুলসংখ্যক ছাত্র জীবন দান করেননি।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল, সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদসহ অন্যান্যরা বক্তব্য দেন।

কালের আলো/এসএকে