ওলমো-তোরেসের গোলে আড়াই ঘণ্টার ব্যবধানে শীর্ষে বার্সেলোনা

প্রকাশিতঃ 11:29 am | February 23, 2025

ক্রীড়া ডেস্ক, কালের আলো:

লা লিগায় গত সপ্তাহে রায়ো ভায়োকানোর বিপক্ষে জিতে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠেছিল বার্সেলোনা। সেই বার্সাকে টপকে গতকাল শীর্ষে ছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু আড়াই ঘণ্টার ব্যবধানে আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কাতালানরা।

শনিবার রাতে লাস পালমাসের মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

বদলি নামা দানি ওলমো ও ফেরান তোরেসের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।
লিগে ২৫ ম্যাচ শেষে এখন বার্সার পয়েন্ট ৫৪, আতলেতিকোর ৫৩। আর এক ম্যাচ কম খেলে তিনে থাকা রিয়ালের পয়েন্ট ৫১। আজ রাতে জিরোনার বিপক্ষে রিয়াল জিতলে তাদের পয়েন্ট হবে বার্সার সমান (৫৪)।

কিন্তু গোল পার্থক্যের কারণে বার্সাই হয়তো চূড়ায় থাকবে।

গত নভেম্বরে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারানো লাস পালমাস গতকালও প্রথমার্ধে গোল করতে দেয়নি লেভানদোস্কি-রাফিনিয়িাদের।

বিরতির পরপরই ফেরমিনকে তুলে ওলমোকে মাঠে নামান ফ্লিক, তাতে মাঝমাঠের নিয়ন্ত্রণ বাড়ে।

কিন্তু গোলের জন্য হন্যে হয়ে ওঠা বার্সা কোচ ফ্লিক আসল চালটা চালেন বিরতির পরপরই।

ফেরমিন লোপেজকে তুলে ওলমোকে মাঠে নামান ফ্লিক, তাতে মাঝমাঠের নিয়ন্ত্রণ বাড়ে। ৬২ মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত পাস থেকে সেই ওলমোই দলকে এগিয়ে দেন।
গোল হজম করে তেতে ওঠে লা পালমাস। কোচ দিয়েগো মার্তিনেজ একসঙ্গে তিনটি পরিবর্তন এনে দলকে আক্রমণাত্মক করেন, যার ফলে কিছুটা চাপে পড়ে বার্সেলোনা। ৮৫ মিনিটে ইয়ামালের বদলি নামেন ফেরান তোরেস।

১০ মিনিট পরেই তিনি করেন বার্সার দ্বিতীয় গোল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল থেকে গোল করেন তিনি। তার জয়ের পাশাপাশি আড়াই ঘন্টার ব্যবধানে শীর্ষে ফেরাও নিশ্চিত হয় বার্সেলোনার।

এর আগে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় আতলেতিকোর ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় কাল রাত সাড়ে ১১টায়। আর্জেন্টাইন তার হুলিয়ান আলভারেজের জোড়া গোল ও আনহেল কোরেয়ার এক গোলে আতলেতিকো যখন ৩-০ ব্যবধানের জয়ে শীর্ষে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে। তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

কালের আলের/এসএকে