কখনো এমন সিনেমায় অভিনয় করার কথা ভাবিনি : কীর্তি

প্রকাশিতঃ 4:10 pm | February 23, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

অভিনেত্রী কীর্তি কুলহারি বলিউডের পরিচিত একজন মুখ। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘পিঙ্ক’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এবার কাজ করেছেন গায়ক-অভিনেতা হিমেশ রেশমিয়ার সঙ্গে।

তবে এ ধরনের বানিজ্যিক সিনেমায় এর আগে তেমন দেখা যায়নি অভিনেত্রীকে। তাই নতুন অভিজ্ঞতাই হলো কীর্তির।
সম্প্রতি মুক্তি পেয়েছে হিমেশ রেশমিয়ার ‘বাডাস রবিকুমার’। বাণিজ্যিক ধারার সিনেমা এটি।

হিমেশ বরাবরই সিনেমার ক্ষেত্রে নিজেকে হাস্যকর করে উপস্থাপন করেছেন। এবারও কতগুলো সংলাপ দিয়ে দর্শক ধরার চেষ্টা করেছেন। তবে মুক্তির আগেই খরচ তুলে ফেলেছে সিনেমাটি। এতে হিমেশের বিপরীতে অভিনয় করেছেন কীর্তি কুলহারি।

সিনেমা হোক বা ওয়েব সিরিজ, কীর্তি সবসময়ই ভিন্ন ধারার চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। তার অভিনীত প্রায় প্রতিটি চরিত্রের আছে একাধিক স্তর। তাদের ব্যাখ্যা করার প্রয়োজন হয় কখনো কখনো। এমন একজন অভিনেত্রী হিমেশের সিনেমায় অভিনয় করেছেন বলে অনেকেই অবাক হয়েছিলেন।

সম্প্রতি কীর্তি নিজেই এ সিনেমায় তার কাজ করার অভিজ্ঞতা জানালেন।

সিনেমাটি নিয়ে ‘নিউজ ১৮’-কে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন এ ধারার সিনেমা আমি পছন্দ করতাম না। কখনো এমন একটা সিনেমায় অভিনয় করার কথা ভাবিনি। কিন্তু বাডাস রবিকুমারে অভিনয়ের অভিজ্ঞতা ভিন্ন।’

দর্শক সবসময় সিরিয়াস সিনেমাতেই দেখেছেন কীর্তিকে। তাই কীর্তি নিজের পরিচিতিও বদলাতে চেয়েছেন। নতুন সিনেমায় নতুন করে নিজেকে আনতে চেয়েছেন। এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার অনেকবার মনে হয়েছে এ সিনেমা আমাকে কী দেবে? ক্যারিয়ারে কি আমার কোনো উন্নতি হবে? তারপর মনে হলো দর্শক তো সবসময় একভাবে দেখেছে। এবার নতুন করে আমাকে তারা চিনবে। এ কথা ঠিক যে চরিত্রটি বা সিনেমায় আমাকে দেখে অনেকে অবাকও হবে। সত্যি বলতে সে জিনিসটাও আমাকে উচ্ছ্বসিত করেছে।’

কীর্তি জানান, বাডাস রবিকুমারে কিছু কাজ তিনি নিজের মতো করতে চেয়েছিলেন। কিন্তু হিমেশ সে অনুমতি দেননি। সংলাপ যেমন ছিল তেমনই বলতে হয়েছে কীর্তিকে। এ প্রসঙ্গে কীর্তি বলেন, ‘একসময় এমনও মনে হয়েছে, আসলেই এখানে আমার থাকা উচিত কিনা। তারপর সেটে যা চলছিল তার সঙ্গেই নিজেকে মানিয়ে নিয়েছি।’

২০১০ সালে ‘খিচড়ি : দ্য মুভ ‘ দিয়ে বলিউডে পা রেখেছিলেন কীর্তি কুলহারি। ২০১১ সালে ‘শয়তান’ দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘পিঙ্ক’, ‘ইন্দু সরকার’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ বা ‘মিশন মঙ্গল’-র মতো সিনেমায় পার্শ্বচরিত্রে নিজের অভিনয় সত্ত্বার ছাপ রেখেছেন। তবে তিনি বেশি প্রচারের আলোয় এসেছেন ‘ফোর মোর শটস প্লিজ’ ওয়েব সিরিজের মাধ্যমে। সিনেমার তালিকা খুব বেশি তার ঝুলিতে না থাকলেও বলিউডের অনেক পরিচিত মুখ তিনি।

কালের আলো/এসএকে