বনানীর অগ্নিকাণ্ড মনিটরিং করছেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 6:11 pm | March 28, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে আগুনের ঘটনায় সার্বক্ষনিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) গণভবন থেকে মনিটরিং করে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন তিনি।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে কিছুক্ষন আগে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসের সব ধরনের তৎপরতা যেন অব্যাহত রাখে সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী ওই এলকার সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং উদ্বার কাজ যেন ত্বরান্বিত হয় সেজন্য বিমান বাহিনীর সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে টেলিফোনে খোঁজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আটকে পড়া মানুষগুলো উদ্ধার করাই হলো প্রথম কাজ।’
এজন্য যেন সংশ্লিষ্ট সকলে পদক্ষেপ গ্রহণ করে সে ব্যপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
কালের আলো/এমএইচএ