নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ নেই : রুমিন ফারহানা

প্রকাশিতঃ 9:13 pm | February 24, 2025

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক, কালের আলো:

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ১৬ বছর বিএনপির প্রতিটি নেতাকর্মী অনেক কষ্ট সহ্য করেছেন। একজনের নামের শত শত মামলা হয়েছে। কেউ চাকরি করতে পারেনি, ঘরে থাকতে পারেনি, ব্যবসা করতে পারেনি, এমনকি পরিবার নিয়ে শান্তিতে থাকতেও পারেনি। অতঃপর আমরা অনেক কষ্ট করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা রক্ত ও ঘাম ফেলে নানা নির্যাতনের মধ্য দিয়ে এসেছে। সুতরাং এই স্বাধীনতাকে কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতিতে বিশ্বাস করে আমরা সবাই একত্রিত হয়েছি। এতে প্রমাণিত হয় যখন বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয় তখন জনসমুদ্রে পরিণত হয়।

রুমিন ফারহানা বলেন, ১৫ বছর ধরে আমরা ভোট দিতে পারি না। দেশের সাধারণ জনগণসহ বিএনপির নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন কবে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবেন। সুতরাং এখন নিজেদের মধ্যে বিবাদের কোনো সুযোগ নেই। বিএনপির লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ অবস্থায় চলে গেছে, নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। যদি বাংলাদেশ ও দেশের মানুষ ভালো থাকে তাহলে বিএনপিও ভালো থাকবে। বিএনপি হলো সেই দল যে দল দেশের ক্রান্তিলগ্নে জনগণ ও দেশের পাশে দাঁড়িয়েছে।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহমুদ শ্যামল, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, সায়েদুল হক সাঈদ, মো. তকদির হোসেন, হাফিজুর রহমান মোল্লা, মেহেদী হাসান পলাশ, মো. জয়নাল আবেদীন, আলমগীর মিয়া প্রমুখ।

কালের আলো/এমডিএইচ