পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের দুটি দাবিই পূরণ করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিতঃ 11:20 am | February 25, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, শহীদ পরিবারের দাবি ছিল দ্রুত বিচার ও শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু দুটোই করছি। শহীদ সেনা দিবস ঘোষণা করেছি, আর সঠিক বিচারের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীতে সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানায় শহীদ সেনাসদস্য ও কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনায় এখানে এসেছিলাম। প্রতিবছরই এখানে আসা হয়। এবার থেকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। শহীদ সেনা দিবস হিসেবেই এখানে এসেছি। শহীদ সেনা পরিবারের সদস্যরাও এখানে এসেছেন।

তিনি বলেন, শহীদ পরিবারের দাবি ছিল দ্রুত বিচার ও শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু দুটোই করছি। শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, আজকে শহীদ সেনা দিবস হিসেবেই পালিত হচ্ছে। আর বিচারের দাবিতে কিন্তু তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে। গত জানুয়ারি থেকে তারা কাজ শুরু করেছে। কমিশনের তদন্তে যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায়, হত্যা মামলার রায় হয়ে গেছে। সেই মামলায় যারা খালাস পেয়েছেন তাদের অনেকে বিস্ফোরক মামলার আসামি। হত্যা মামলা এখন হাইকোর্টে বিচারাধীন। কিন্তু বিস্ফোরক মামলার সাক্ষ্যগ্রহণ স্থগিত ছিল। সেটি শুরু করা হবে কিনা? জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো আমাদের হাতে নেই। এটা কোর্টের হাতে। কোর্ট চাইলে জামিন দিতেই পারে।

আপনি কী মনে করেন? গত ১৫ বছর কেন শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়নি? জানতে চাইলে তিনি বলেন, গত ১৫ বছর তারা কেন ঘোষণা করেনি সেটা তো আমি বলতে পারবো না। আমরা কিন্তু সঠিক বিচার যাতে হয় সেজন্য তদন্ত কমিশন গঠন করেছি। এটা তদন্ত কমিশন, ইনকুয়ারি কমিটি না। কমিশন প্রধান মর্যাদায় এপিলেট ডিভিশনের জাজের মর্যাদার সমান। কমিশন সদস্যরা হাইকোর্টের জাজের মর্যাদার সমতুল্য। একটাই উদ্দেশ্য সঠিক তদন্ত ও সঠিক বিচার। তারা যেন ভালোভাবে কাজ করেন।

এখন তো বিচারের কথাই বেশি আসছে। সঠিক বিচারের নামে যেন টালবাহানা বা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া না যায়, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরের বিষয়ে তো ১৫ বছরে প্রশ্ন করতে পারতেন। এখন তো স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন। গত ১৫ বছরের বিষয়ে তো আমি উত্তর দিতে পারবো না। এখন যে হারে প্রশ্ন করতে পারছেন, গত ১৫ বছর কি করতে পারছিলেন? এখন তো স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন। আগে গত ১৫ বছরে তে কতো ঘটনা ঘটে গেছে, তখন তে বুক ফেটে গেছে। প্রকাশ করতে পারেননি।

কালের আলো/এমডিএইচ