বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : ড. জিয়াউদ্দীন

প্রকাশিতঃ 8:33 pm | February 25, 2025

লক্ষ্মীপুর প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, সবসময় বই কিনবেন, পড়ুন আর না পড়ুন। বই পড়া হচ্ছে একটা জার্নি। আপনি একইসঙ্গে সকল দেশে সকল ধর্মে সকল বর্ণে সকল বয়সে প্রবেশ করতে পারবেন, শুধুমাত্র বই পড়ে। যা আপনি কখনো দেখেননি, বই আপনাকে সেটারও সন্ধান দিয়ে দেবে। ফলে আমি বলবো, বই হোক আপনার আমৃত্যু সঙ্গী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে ৬ দিন ব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, বই প্রথমত পড়ার জন্য কিনবেন। যদি পড়তে না চান তাও বই কিনবেন। বইটি নিয়ে যদি বাসায় রাখেন, বাসায় যারা দেখতে আসে, তারা অন্তত বলবে রুচিমানের মানুষ এখানে থাকে। যদি আপনার বাসায় কেউ না আসে, তবুও আপনি বই কিনবেন। কেননা আপনার যেন এই আত্মবিশ্বাস থাকে, ওই বইটি আমি পড়িনি, কিন্তু আমার কাছে আছে। আপনি যদি আত্মবিশ্বাসও না করেন, না চান, তাহলে আপনি বইটি কিনবেন। এ কারণেই কিনবেন, আপনার সেলফটি যেন সুন্দর দেখায়। তাও যদি আপনার ইচ্ছে না করে সেলফ সুন্দার দেখার দরকার নেই, তবুও আপনি বই কিনবেন। যে এ বই পড়ে যে লেখক ও যে বিক্রেতা তার পেশা নিয়ে বেঁচে থাকতে চায়, সে বেঁচে থাকুক আপনার বই কেনার মাধ্যমে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।

কালের আলো/এমডিএইচ