অস্কারে মঞ্চ মাতাবেন যারা

প্রকাশিতঃ 11:24 am | February 26, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

হাতে আর মাত্র এক সপ্তাহ। আগামী ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৭টায় ক্যালিফোর্নিয়ায় বসছে ৯৭তম অস্কারের আসর। এবারের আসরে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ও’ ব্রায়েন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ডলবি থিয়েটার থেকে, যা বিশ্বব্যাপী ২০০টিরও বেশি অঞ্চলে দেখানো হবে।

এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন অস্কারের। বরাবরের মতো পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে নাচে-গানে মঞ্চ আলোকিত করবেন তারকারা।

বিলবোর্ডের প্রতিবেদন অনুসারে, এবারের অস্কার অনুষ্ঠানে পারফরমার হিসেবে থাকছেন ছয় নারী তারকা।

তাঁরা হলেন দোজা ক্যাট, সিনথিয়া এরিবো, আরিয়ানা গ্রান্দে, লিসা (ব্ল্যাকপিংক), কুইন লতিফা ও রায়ে। এ ছাড়া দলীয় পরিবেশনায় থাকবে যুক্তরাষ্ট্রের কোরাস দল ‘লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরাল’।
এরিবো ও গ্রান্দে এবারের অস্কারে মনোনয়নও পেয়েছেন। ‘উইকেড’ ছবির জন্য এরিবো পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে এবং গ্রান্দে রয়েছেন সেরা পার্শ্ব চরিত্রের দৌড়ে।

শোনা যাচ্ছে, অস্কারের অনুষ্ঠান শুরু হবে তাঁদের পরিবেশনা দিয়ে। তাঁরা ‘উইকেড’ ছবি থেকে একটি বা দুটি গান পরিবেশন করবেন। কুইন লতিফা অস্কারে মনোনয়ন পেয়েছিলেন ২০০৩-এ, ‘শিকাগো’ ছবির জন্য। এবার অস্কার সঞ্চালনা করবেন কোনান ও-ব্রায়েন।

কালের আলো/এসএকে