চিরকালের জন্য পেয়েছি তোমায়, মেহজাবীন: আদনান আল রাজীব

প্রকাশিতঃ 1:48 pm | February 26, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

মাত্র ১৫ মিনিটের জন্য দেখা। তারপর আর ছাড়াছাড়ি হয়নি, বাঁধা পড়ে গেছে মন। হাতে হাত রেখে বাকিটা জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রেমিক যুগল মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব।

মেহজাবীন জানিয়েছিলেন, ২০১২ সালে ‘ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি’র সঙ্গে প্রথম দেখা।

রাস্তার ওপার থেকেই চোখাচোখি। ১৫ মিনিটের কথা, করমর্দন তারপর ছেলেটি চলে যায়। সঙ্গে নিয়ে যায় মেহজাবীনের মন।

May be an image of 1 person, beard and smiling

এবার আদনান আল রাজীব জানালেন, মেহজাবীন তার সেরা বন্ধু এবং তার শক্তি।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি কেবল একজন সাধারণ মানুষ, যে কিনা শিল্প তৈরির চেষ্টা করি। চেহারা হোক কিংবা প্রতিভা উভয় ক্ষেত্রেই আমি খুব সহজ। তবুও, কোনো না কোনোভাবে, সৃষ্টিকর্তা সবসময় আমাকে আমার প্রাপ্যের চেয়ে বেশি দিয়েছেন। আমি মনে করি তিনি আমাকে অনুগ্রহ করেছেন, এবং এখন, তিনি তোমাকে আমার করে দিয়েছেন; সব থেকে সুন্দর এবং মূল্যবান উপহার।

১৩ বছর ধরে তুমি আমার শক্তি, পরিত্রাতা এবং সেরা বন্ধু। চিরকালের জন্য পেয়েছি তোমায়, মেহজাবীন চৌধুরী।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বসুন্ধরা আবাসিক এলাকায় বিয়ে করেন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। এর পর গত সোমবার ঢাকার অদূরে মধুমতী মডেল টাউন রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

কালের আলো/এসএকে