ডিএমপিতে দুই সহকারী কমিশনারকে বদলি

প্রকাশিতঃ 3:03 pm | February 26, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলির পর পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলির পর নতুন স্থানে পদায়ন করা হয়।

দুই কর্মকর্তা হলেন, মিরপুর বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়কে ট্রাফিক তেজগাঁও জোনে, ডিএমপির সহকারী কমিশনার মো. আলী হোসেন খাঁনকে ডিএমপির এস্টেট বিভাগে পদায়ন করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে কার্যাদেশে উল্লেখ করা হয়েছে।

কালের আলো/এসএকে