পড়াশোনা শেষেই তরুণদের কাজের ব্যবস্থা হবে এমন বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

প্রকাশিতঃ 7:18 pm | February 26, 2025

পঞ্চগড় প্রতিবেদক, কালের আলো:

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পড়াশোনা শেষ করে তরুণরা সার্টিফিকেট নিয়ে বের হবে। সঙ্গে সঙ্গে তাদের কাজের ব্যবস্থা হবে। কেউ বেকার হয়ে থাকবে না। এমন একটা মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশী দেশকে অহেতুক উস্টা দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও আমাদের ওপর এমন কিছু চাপিয়ে না দেয় যা বাংলাদেশের মানুষের জন্য অসম্মানজনক, অপমানজনক।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে আজ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যত ঘটনা ঘটেছে। এরকম সেগুলো অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। তাহলে জনগণ জানতে পারবে। কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ লুণ্ঠন করেছে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ।

এর আগে জেলার ৫ উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় আসেন জামায়াত, শিবির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালের আলো/এমডিএইচ