ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২০১০ মামলা

প্রকাশিতঃ 8:23 pm | February 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনে দুই হাজার ১০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এ মামলা করা হয়। এছাড়াও ২শ ২২ গাড়ি ডাম্পিং ও ৫৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চলবে বলে জানান এই কর্মকর্তা।

কালের আলো/এমডিএইচ