চাকুরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি

প্রকাশিতঃ 1:24 pm | February 27, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

বিনা কারণে চাকুরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি নিয়ে সমাবেশ কর্মসূচি পালন করছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে আউটসোর্সিং কর্মীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, আমরা অবহেলিত আউটসোর্সিং, দৈনিকভিত্তিক ও প্রকল্পভুক্ত কর্মচারী। আমরা কোনো বৈষম্য চাই না, চাই মর্যদাপূর্ণ জীবন ধারণের অধিকার। সরকারি আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করে বিনা কারণে চাকুরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ করতে হবে, আমাদের দাবি এটাই।

তারা বলেন, এছাড়া বাজার মূল্য ও জীবন যাত্রার ব্যয় বিবেচনায় রেখে কর্মচারীদের মাসিক বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা, উৎসব ভাতা চালু ও প্রতি বছর ৫ শতাংশ বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে নয়তো আমরা চলতে পারছি না। পাশাপাশি অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও টেন্ডার জটিলতা নিরসন এবং সকল অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যূনতম ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে এবং কর্মঘণ্টা শ্রম আইনের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

সমাবেশে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিস সহ তিন শতাধাকি আউটসোর্সিং কর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে