বাংলাদেশের অ্যাঞ্জেল নূরের গানে মুগ্ধ অরিজিৎ

প্রকাশিতঃ 3:39 pm | February 28, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

বাংলাদেশের অ্যাঞ্জেল নূরের গানে মুগ্ধ অরিজিৎ
বর্তমান সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় প্লে-ব্যাক গায়ক অরিজিৎ সিং। বাংলা হোক কিংবা হিন্দি—অরিজিতের গান না থাকলে যেন পূর্ণতা পায় না। কণ্ঠ দিয়ে অরিজিৎ সবাইকে মুগ্ধ করলেও এবার তাকে মুগ্ধ করল বাংলাদেশের তরুণ অ্যাঞ্জেল নূরের গান।

শিক্ষার্থী ও গায়ক অ্যাঞ্জেল নূরের গান ‘যদি আবার’ অরিজিৎকে এতটাই মুগ্ধ করেছে যে নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘কী দারুণ গান!’

অরিজিতের এই প্রশংসায় উচ্ছ্বসিত অ্যাঞ্জেল নূর। শুধু বিস্মিত হননি, নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না। সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘বিশ্বাসই করতে পারছি না, অরিজিৎ সিং! এখন আমি কাঁদব।’

এদিকে অরিজিৎ শেয়ার দিতেই গানটি শুনতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। ফলে ইউটিউবে দর্শকসংখ্যাও দ্বিগুণ হয়েছে। ফেসবুকের ‘দ্য অরিজিটিয়ান্স’ গ্রুপে নূরের গান শেয়ার করে ভক্তরা লিখছেন, ‘সংগীত ভাষার গণ্ডিতে আটকে থাকে না, সে অনুভূতির কথা বলে।’

বলে রাখা ভালো, অ্যাঞ্জেল নূর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এরইমধ্যে তারকাখ্যাতি পেয়েছেন ক্যাম্পাসে। এবার সোশ্যাল মিডিয়ায়ও রীতিমতো ভাইরাল।

কালের আলো/এএএন/কেএ