নিউজিল্যান্ডের বিপক্ষে রিজার্ভবেঞ্চ খেলাবে ভারত!

প্রকাশিতঃ 1:05 pm | March 01, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

‘আপনি যদি একই শহরে, একই হোটেলে থেকে একই মাঠে প্রস্তুতি নেন এবং খেলাও থাকে একই মাঠে; সেটা অবশ্যই বাড়তি সুবিধা। এটা বোঝা রকেট সায়েন্সের মতো কোনো বিষয় না।’ ভারতের দিকে ইঙ্গিত করে এভাবেই চাপা ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন। যদিও তাদের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হয়নি, তার পরও যদি তারা সেমিতে ওঠে, তাহলে তাদের খেলতে দুবাই যেতে হবে।

ফাইনালে উঠলেও খেলতে হবে সেই দুবাইয়ে, যেখানে টুর্নামেন্টের শুরু থেকেই বসে আছেন কোহলিরা। প্রোটিয়াদের সেমি নিশ্চিত না হলেও ভারতের তা হয়ে আছে আগে থেকেই। রোববার দুবাইয়ে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। যে ম্যাচটি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে কোহলিদের। সেই হিসাবে প্রতিপক্ষও পড়বে অন্য গ্রুপের রার্নাসআপ দল। তবে আপাতত নিউজিল্যান্ড ম্যাচ নয়, ভারতীয় কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনা যেন সেমিকে ঘিরে। পাকিস্তান ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার খবর নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিতের বদলে অধিনায়কত্ব করতে পারেন শুভমান গিল। এ ছাড়া পেসার মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবকে রিজার্ভ বেঞ্চে রাখতে পারেন গৌতম গম্ভীর। সেক্ষেত্রে শামির জায়গায় দেখা যেতে পারে আর্শদীপ সিংকে। জাদেজার জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলতে পারেন। সুযোগ পেতে পারেন ঋষভ পন্ত।

কিন্তু একসঙ্গে এত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার কারণ নিয়ে ভারতীয় মিডিয়ার কৌতূহল অনেক। কেউ কেউ ধারণা করছেন যেহেতু এই ম্যাচের দুদিন পরেই ভারতের সেমিফাইনাল ম্যাচ। সে কারণে রোহিত শর্মার মতো খেলোয়াড়দের তরতাজা করে মাঠে নামাতে চান গম্ভীর। তা ছাড়া ভারতীয় দলের এই মুহূর্তে একটি জায়গাতে দুর্বলতা ধরা পড়েছে, তাহলো ফিল্ডিং। রোহিতদের বিশ্রামের জন্য বেশি সময় দিতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

কালের আলো/এসএকে