ছেলে জাতীয় নাগরিক পার্টিতে পদ পাওয়ায় বাবার আনন্দ মিছিল

প্রকাশিতঃ 2:39 pm | March 01, 2025

নোয়াখালী প্রতিবেদক, কালের আলো:

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান আবদুল হান্নান মাসউদ। এতে খুশি হয়ে তার বাবা মাওলানা আবদুল মালেক আনন্দ মিছিল করেছেন। মাসউদ এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় এএম উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক বলেন, আমার ছেলের যে স্বপ্ন ও চিন্তা-চেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য, সেই স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন। হান্নানের স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই দোয়া করছি। আমরা হাতিয়ার মানুষ একসঙ্গে থাকবো। নতুন দলের সবার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। তারা যেন আমাদের হাতিয়ার উন্নয়নে কাজ করে এই প্রত্যাশা করবো। একইসঙ্গে আগামীতে নতুন এই দলের ছায়াতলে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান বক্তারা।

সমাবেশে উপজেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ রেজা, আবীর হোসাইন, ফাহাদ হোসাইন, মো. সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কালের আলো/এমডিএইচ