বেলিংহ্যামকে ছাড়াই রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিতঃ 5:52 pm | March 01, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। তবে সিংহাসনে বসার লক্ষ্যে রাতে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামছে লস ব্লাঙ্কোসরা।

শনিবার (১ মার্চ) বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে রাত সাড়ে ১১টায় মাঠে নামবে দুই দল। তবে এই ম্যাচে বেলিংহ্যামকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদ।

ওসাসুনার বিপক্ষে খেলতে নেমেম্যাচের ৩৯ মিনিটে রেফারিকে লক্ষ্য করে অপমানজনক কথা বলার অভিযোগে লাল কার্ড দেখেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এই ম্যাচে না থাকলেও পরের ম্যাচে দেখা যাবে বেলিংহ্যামকে।

লা লিগার এই ম্যাচে লস ব্লাঙ্কোসদের নেতৃত্ব দিবেন ভিনিসিয়ুস জুনিয়র। এর আগে তার নেতৃত্বে কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে ফাইনালে এক দিয়ে রেখেছে রিয়াল মাদিদ্র।

বর্তমানে লা লিগায় সমান ২৫টি করে ম্যাচ খেলে ৫৪ করে পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ স্কোয়াড:

গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন এবং ফ্রাঁ গঞ্জালেজ।

ডিফেন্ডার: আলাবা, লুকাস ভাসকেস, ফ্রান গার্সিয়া, রুডিগার, মেন্ডি এবং অ্যাসেনসিও।

মিডফিল্ডার: ক্যামাভিঙ্গা, মডরিচ, চৌমেনি, আরদা গুলার এবং চেমা।

ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপ্পে, রড্রিগো, এন্ড্রিক এবং ব্রাহিম।

কালের আলো/এসএকে