গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশিতঃ 6:33 pm | March 01, 2025

গাজীপুর প্রতিবেদক, কালের আলো:

গাজীপুরের জয়দেবপুর থানাধীন সিংড়াতলী এলাকায় গজারি বনের ভেতর রানা মিয়া ওরফে ইয়াসিন (৩২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত রানা মিয়া ওরফে ইয়াসিন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পশ্চিম কান্দাপাড়া এলাকার ওসমান গনির ছেলে (৩২)।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বাসা ভাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন ইয়াসিন। শুক্রবার সকালে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। পরে রাত ৯টার দিকে তার পরিবারের লোকজন তাকে মোবাইলে ফোন করে কোনো সন্ধান পায়নি। পরে তারা থানায় বিষয়টি জানান। একপর্যায়ে শনিবার সকালে সিংড়াতলী এলাকায় গজারি বনের ভেতর ইয়াসিনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে ইয়াসিনকে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অটোরিকশাটি শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালের আলো/এসএকে