জেলেনস্কিকে জড়িয়ে ধরলেন স্টারমার, দিলেন ২.৮৪ বিলিয়ন ডলার

প্রকাশিতঃ 2:37 pm | March 02, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গত শুক্রবার তীব্র বাগবিতণ্ডা হয়। এর এক দিনের মাথায় লন্ডনে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জেলেনস্কি। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে দেখেই বুকে জড়িয়ে ধরেন।

এ সময় ইউক্রেনকে ২.৮৪ (২.২৬ বিলিয়ন পাউন্ড) বিলিয়ন ডলার ঋণ দেয় ব্রিটেন।

শনিবার ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাসভবনে এই ঋণ চুক্তি হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে এই অর্থ ব্যয় করা হবে। খবর বিবিসির।

শনিবার জেলেনস্কির গাড়িবহর ডাউনিং স্ট্রিটে পৌঁছলে তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন এবং সেখানে স্টারমার তার সঙ্গে আলিঙ্গন করেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি আবাসস্থলে প্রবেশের আগে তারা ছবি তোলেন।

সেখানে স্টারমার প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেন, ‘আপনাকে এখানে, এই ডাউনিং স্ট্রিটে অনেক অনেক স্বাগতম।’
তিনি আরো বলেন, ‘যেমনটি আপনি বাইরে রাস্তায় উল্লাসধ্বনি শুনছেন, গোটা যুক্তরাজ্যজুড়ে আপনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং যত দিনই লাগুক আমরা আপনার সঙ্গে, ইউক্রেনের সঙ্গে রয়েছি।’

এ সময় স্টারমার এবং ব্রিটেনের মানুষকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এই ঋণ ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। ঋণের অর্থ দিয়ে অস্ত্র তৈরি করা হবে।

রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে আমরা এই ঋণ পরিশোধ করব। এটাই ন্যায়বিচার। যারা আক্রমণ করেছে, যারা আগ্রাসী, খরচও করতে হবে তাদেরই।’

জেলেনস্কি আরো বলেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর সময় থেকেই ব্রিটেন আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রথম দিন থেকে সঙ্গে থাকার জন্য ব্রিটেনের মানুষ এবং সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

এমন কৌশলী বন্ধু পেয়ে আমরা খুশি। আমরা ব্রিটেনের ওপর অনেক ভরসা করি।’

কালের আলো/এসএকে