বেবিবাম্প নিয়েই শুটিংয়ে কিয়ারা!

প্রকাশিতঃ 3:34 pm | March 02, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

বলিউড নায়িকা কিয়ারা আদভানি সদ্যই মা হওয়ার সুখবর দিয়েছেন। আপাতত নায়িকা ভাসছেন শুভেচ্ছার জোয়ারে। কেউ বা আবার উপদেশ দিয়েছেন হবু মাকে। তবে কিয়ারা মাতৃত্বকালীন বিরতি নেননি। বেবি বাম্প নিয়েই ফিরেছেন শুটিংয়ে।

এদিকে অভিনেত্রীকে সেটে ঢুকতে দেখে ফটোশিকারিরা শুভেচ্ছা জানাতে থাকেন তাকে। তবে এদিন আর পাপারাজ্জিদের দেখে মুখ ফেরালেন না কিয়ারা।

বরং পালটা হাসিমুখে কুশল মঙ্গল বিনিময় করতে দেখা গেল তাকে। এদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা শর্টস। ঢিলেঢালা শার্টের জন্য বেবিবাম্প বিশেষ চোখে পড়েনি। তবে মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ কিয়ারাকে দেখে ততোধিক খুশি হলেন ফটোশিকারিরা।

উল্লেখ্য, বলিউডের একাধিক অভিনেত্রী রয়েছেন যারা মাতৃত্বকালীন ছুটি নেননি। সেই তালিকায় যেমন আলিয়া ভাট রয়েছেন, তেমনই দীপিকা পাড়ুকোনও রয়েছেন। সেই পথেই হাঁটলেন কিয়ারাও।

শনিবার মুম্বাইয়ের এক স্টুডিওতে দেখা গেল অভিনেত্রীকে। অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে কিয়ারা, অতঃপর তার উপর যে পাপারাজ্জিদের লেন্সের তাক থাকবে, সেটা বলাই বাহুল্য।

কালের আলো/এসএকে