টস হারে রোহিত শর্মার রেকর্ড, ভারতেরও

প্রকাশিতঃ 3:55 pm | March 02, 2025

ক্রীড়া ডেস্ক কালের আলো:

টানা দশম বারের মতো ওয়ানডেতে টস হারলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে এই রেকর্ড করেছেন ভারতের অধিনায়ক। আর দল হিসেবে ভারতের ১৩তম টানা টস হারানোর এটি।

আজেকে ম্যাচে টস হেরে রোহিত এখন একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি টানা টস হারানো অধিনায়কদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

ব্রায়ান লারা এবং পিটার বোরেনের পর রোহিতই টানা টস হারলেন। লারা ও বোরেন যথাক্রমে ১২ এবং ১১টি টস হেরেছিলেন।
ওয়ানডেতে সবচেয়ে বেশি টানা টস হারের রেকর্ড

র‌্যাংক অধিনায়ক টনা টস হার সময় কাল

১. ব্রায়ান লারা ১২ অক্টোবর ১৯৯৮ – মে ১৯৯৯

২. পিটার বোরেন ১১ মার্চ ২০১১ – আগস্ট ২০১৩

৩. রোহিত শর্মা ১০ নভেম্বর ২০২৩ – মার্চ ২০২৫

আর এটি ভারতের টানা ১৩তম টস হারানোর ঘটনা। ২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো টসে ভারত জিততে পারেনি।

এটি ওয়ানডে ইতিহাসে টানা সবচেয়ে বেশি টস হারানোর রেকর্ড। ভারতের এই রেকর্ডটি নেদারল্যান্ডসের পূর্ববর্তী রেকর্ড ১১টি টস হারানোর রেকর্ডকে ছড়িয়ে গেছে, যা ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে হয়েছিল।

ওয়ানডেতে সবচেয়ে বেশি টানা টস হারের রেকর্ড (দল হিসেবে)

র‌্যাংক দল টস হার সময়কাল

১. ভারত ১৩ নভেম্বর ২০২৩ – বর্তমান

২. নেদারল্যান্ড ১১ মার্চ ২০১১ – আগস্ট ২০১৩

৩. ইংল্যান্ড ৯ জানুয়ারি ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩

৪. ইংল্যান্ড ৯ জানুয়ারি ২০১৭ – মে ২০১৭

কালের আলো/এসএকে