ঝগড়ায় জড়ালেন সাবেক পুলিশপ্রধান

প্রকাশিতঃ 3:36 pm | March 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাধিক হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক। একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে কাঠগড়ায় নিজের বাহিনীর এক সদস্যের সঙ্গে ঝগড়ায় জড়ালেন সাবেক এই পুলিশপ্রধান। শ্যালকের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে না পাওয়ায় পুলিশ সদস্যের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু এখন পুলিশ তার সঙ্গে এমন আচরণ করছে- সেটা উল্লেখ করে আক্ষেপও প্রকাশ করেন সাবেক এই আইজিপি।

সোমবার (৩ মার্চ) ছাত্র আন্দোলন চলাকালে কাফরুল থানার একটি হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকসহ ছয়জনকে গ্রেফতার দেখায় আদালত। শুনানি শেষে কাঠগড়া থেকে সব আসামিকে একে একে নিচে নামানো হচ্ছিল। এ সময় শহীদুল হক আদালতের পুলিশ পরিদর্শক ফারুককে উদ্দেশ্য করে বলেন, তিনি তার শ্যালকের সঙ্গে দেখা করতে চান।

তবে তার এই আবেদনে সাড়া দেননি পুলিশ পরিদর্শক ফারুক। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন শহীদুল হক। পুলিশ সদস্যকে ধমক দেন।

এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সাবেক আইজিপিকে জানান, যার সঙ্গেই কথা বলেন না কেন, আদালতের অনুমতি নিতে হবে। এতে নিবৃত হন সাবেক আইজিপি।

পুলিশ পরিদর্শক ফারুক গণমাধ্যমকে বলেন, সাবেক আইজিপি তার শ্যালকের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। এটা আদালতের নির্দেশনা ছাড়া সম্ভব নয়, এজন্য আমরা সে সুযোগ দিইনি। ফলে তিনি আমাদের ওপর ক্ষেপে যান। কিন্তু আমাদের তো করার কিছু নেই। আমরা তো আদালতের নির্দেশনা মানতে বাধ্য।

এদিন একই মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়।

গত ৩ সেপ্টেম্বর রাতে শহীদুল হককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তিনি ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আইজিপি ছিলেন। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হতাহতের ঘটনায় তার ইন্ধন আছে বলে অভিযোগ করা হয়।

কালের আলো/এমএএইচ/এনএইচ