দুবাই থেকে ফিরেই ছুটিতে নারী ফুটবল দল

প্রকাশিতঃ 7:19 pm | March 03, 2025

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলে দেশে ফিরেই ছুটিতে যাচ্ছে নারী ফুটবল দল। সোমবার আফঈদারা দেশে ফিরেছেন। দুপুরে তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে।

সভাপতি মেয়েদের বলেছেন, ঈদের পর আবার ক্যাম্প শুরু হবে। জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই আছে। তার জন্য প্রস্তুতি নিতে হবে। বাছাই পর্ব উৎরাতে পারলে পরের বছর মার্চেই চূড়ান্ত পর্বের খেলা, সেটা মাথায় রাখতে বলেছেন মেয়েদের। নারী ফুটবলারদের সভাপতি আশ্বস্ত করেছেন, তাদের ম্যাচের মধ্যেই রাখবেন।

দুই ম্যাচ কেমন খেললো দল, সেটা অধিনায়ক আফঈদার কাছে শুনেছেন সভাপতি। দুই ম্যাচে দুই গোল করেছেন অধিনায়ক, দুইটিই পেনাল্টি থেকে। পেনাল্টি গোল প্রসঙ্গে আফঈদার কাছে সভাপতি জানতে চেয়েছিলেন, সে নার্ভাস ফিল করেছিল কিনা। পেনাল্টি কিক কেমন প্র্যাকটিস করে, তা জানতেও ভুল করেননি সভাপতি। অধিনায়ক ছাড়াও আরো দুই একজনের কাছ থেকে এই সফরের অভিজ্ঞতা শুনেছেন সভাপতি।

বাফুফে সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘সভাপতির সাথে মেয়েদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। জাস্ট হাই-হ্যালো। এই দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে তিনি কোচের সাথেও কথা বলবেন। মঙ্গলবার ছুটিতে যাবেন মেয়েরা।’

ক্যাম্প আবার কবে শুরু হবে, সেটা মেয়েদের পরে জানিয়ে দেওয়া হবে। কিরণ বলেন, ‘ঈদের পর আবার ক্যাম্পে ডাকবো। তবে ঠিক করে থেকে সেটা জানিয়ে দেওয়া হবে।’

মেয়েদের বেতন প্রদান প্রসঙ্গে কিরণ বলেছেন, ‘হাতে হাতে বেতন দেওয়ার কিছু নেই। মাস শেষ হলেই তাদের অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাবে।‘

গত বছরের ৮ ম্যাচের সাথে আরো দুই ম্যাচের ফি বকেয়া পড়লো নারী ফুটবলারদের। এ বিষয়ে কিরণ বলেছেন, ‘ম্যাচ ফি দেওয়ার প্রক্রিয়া চলছে।’

২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে ৩-১ গোলে।

বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাইরে রেখে নতুনেদের নিয়ে দল গঠন করে এই সফরে গিয়েছিলেন কোচ। ঈদের পর ক্যাম্পের ৫৫ ফুটবলারকেই ডাকা হবে বলে সোমবার মেয়েদের জানিয়ে দিয়েছেন বাফুফে সভাপতি।

ছুটিতে যাওয়ার আগে সাবিনারা বলে গেছেন, তারা পিটারের অধীনেই অনুশীলন করবেন। নতুন করে ক্যাম্প শুরু হলেই বোঝা যাবে নারী ফুটবলের সংকটের অবসান হয়, নাকি আরো জটিল আকার ধারণ করে।

কালের আলো/এমএএইচ/ইউএইচ