‘কুলদীপের বলেই আউট হবেন ম্যাক্সওয়েল’– ভারতীয় তারকার ভবিষ্যদ্বাণী
প্রকাশিতঃ 1:30 pm | March 04, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ভারত ও অস্ট্রেলিয়ার মাঠের খেলা শুরুর আগেই দুই পক্ষ থেকেই চলল কথার লড়াই। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের অন্য এক পর্বের দেখা মিলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদিও এই দফায় দেখা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। আর এই বিগ ম্যাচকে কেন্দ্র করে বেশ কিছু ভবিষ্যদ্বাণীই করে রেখেছেন ভারতের সদ্য সাবেক হওয়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
খেলোয়াড়ি জীবন শেষের আগে থেকেই নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট বিশ্লেষণে ব্যস্ত থাকতেন অশ্বিন। নিজস্ব বিশ্লেষণ থেকেই জানালেন, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের বড় ভরসা গ্লেন ম্যাক্সওয়েল আউট হবেন চায়নাম্যনা কুলদীপ যাদবের বলে।
ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ফেভারিট থাকবে বলেই মনে করেন অশ্বিন। বিশেষ করে অস্ট্রেলিয়া তুলনামূলক দুর্বল দল নিয়ে মাঠে নামবে। অশ্বিনের মতে, স্পিন বোলিং অজিদের বিপক্ষে বড় ভূমিকা রাখতে পারে, ঠিক যেমনটা নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা গিয়েছিল।
নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় রবিচন্দ্রন অশ্বিন ভবিষ্যদ্বাণী করেন, গ্লেন ম্যাক্সওয়েল আউট হবেন কুলদীপ যাদবের বলে। ওয়ানডেতে কুলদীপের বিপক্ষে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ১৪৩.৫ হলেও, তিনি এই চায়নাম্যান স্পিনারের কাছে তিনবার আউট হয়েছেন। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে চেন্নাই ম্যাচেও কুলদীপের বলেই আউট হয়েছিলেন ম্যাক্সওয়েল।
অশ্বিন বলেন, ‘আমার মনে হচ্ছে ভারত পরপর দুটি আইসিসি শিরোপা জিততে চলেছে। আমি এটা বলে দিচ্ছি—গ্লেন ম্যাক্সওয়েল বরুণ চক্রবর্তীকে বুঝতে পারবে না এবং শেষ পর্যন্ত কুলদীপ যাদবের কাছে আউট হবে।’ তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া যদি ভারতের শক্তিশালী দলকে হারাতে চায়, তাহলে প্রথম পাওয়ারপ্লেতে ট্র্যাভিস হেডকে আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে।
তবে হেডের এই আগ্রাসন প্রতিরোধ করতে ভারতের সাবেক অফ-স্পিনার বরুণ চক্রবর্তীকে নতুন বলে বোলিংয়ে আনার পরামর্শ দেন, ‘আমি হলে হেড স্ট্রাইকে আসামাত্রই নতুন বল বরুণের হাতে তুলে দিতাম। হেডকে পেসারদের বিপক্ষে খেলার সুযোগই দিও না, সরাসরি বরুণের হাতে বল তুলে দাও। আমি প্রথম ১০ ওভারে হেডকে স্পিন সামলানোর চ্যালেঞ্জ দেব। এটাই হবে আমার কৌশল।’
এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫১ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে অস্ট্রেলিয়ার জয় ৮৪ ম্যাচ। ভারত জিতেছে ৫৭বার। ১০ ম্যাচ পরিত্যক্ত হয়। এ ছাড়া দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। ২০০৯ সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু’দল।
কালের আলো/এএএন/কেএ