ফের রাফী-তমার গোপন বিয়ের গুঞ্জন
প্রকাশিতঃ 2:43 pm | March 04, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
নির্মাতা রায়হান রাফীর সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন অনেক দিন ধরে। মাঝে ডানা ছিল বিচ্ছেদের গুঞ্জন। সেসব ছাপিয়ে এবার চাউর হয়েছে, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।
গতকাল ৩ মার্চ ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।
এরপরই গুঞ্জন ছড়ায় রাফী-তমার গোপন বিয়ের। এদিকে সামাজিক মাধ্যম এরকম গুঞ্জনে সরগরম হওয়ার পর নিজের ফেসবুকে সরব হলেন তমা। তবে বিয়ে সম্পর্কিত গুঞ্জন নিয়ে কিছু বলেননি।
তিনি তুলে দিয়েছেন গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা, কিশোরকুমারের গাওয়া জনপ্রিয় গান ‘শিং নেই তবু নাম তার সিংহ’-এর কয়েকটি লাইন, ‘শিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্বডিম্ব, গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা, হাম্বা হাম্বা টিকটিক টিকটিক, দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে একমগ লস্যি, লাগে ঝুরি ঝুরি সুড়সুড়ি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো, ছিকছিক ছিকছিক।’
এরপরই চালিয়েছেন নিজের অভিনীত ওয়েব কনটেন্ট ও সিনেমার প্রচারণা। লিখেছেন, ‘‘ও বলতে ভুলে গেছি চরকিতে দেখুন ‘আমলনামা’। সিনেমাহলে দেখুন ‘দাগী’’
‘আমলনামা’য় তমা ছাড়াও অভিনয় করেছেন জাহিদ হাসান, গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে এটি বানিয়েছেন রায়হান রাফী।
অন্যদিকে ‘দাগি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে রোজার ঈদে। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। তমা ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, সুনেরাহ বিনতে কামাল।
কালের আলো/এএএন/কেএ