ট্রাম্পের হাতে কালশিটে দাগ, জটিল রোগে আক্রান্ত তিনি?
প্রকাশিতঃ 4:21 pm | March 04, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতের তালুতে বড় একটি কালশিটে দাগ দেখা যায় কয়েকদিন আগে। গতকাল সোমবার (৩ মার্চ) একটি অনুষ্ঠানের ভিডিওতে তার হাতের ওপরের দিকে আরও দুটি কালশিটে দাগ দেখতে পান নেটিজেনরা।
আর এসব কালশিটে দাগ থাকায় ট্রাম্পের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে অনেকেই এটির বিশ্লেষণ করছেন। আবার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজও বিষয়টি নিয়ে কথা বলেছে।
সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, “ট্রাম্পের ডান হাতের ওপর আবারও ঘা। আজকের ভিডিওটি একটি প্রেস কনফারেন্স থেকে সরাসরি থেকে নেওয়া হয়েছে। ট্রাম্প সুস্থ নয়। তার অবনতি হচ্ছে এবং তিনি তা জানেন।”
আরেকজন লিখেছেন, “ট্রাম্পের হাতের ওপর ওই দাগগুলো কিসের?” অপর একজন লিখেছেন, “ট্রাম্পের হাতের দাগ গুলো কী পঁচা ঘা (গ্যাংগ্রিন) নাকি। যাদের মানসিক সমস্যা থাকে তাদের হাতে এগুলো থাকে।”
তবে হোয়াইট হাউজ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যেহেতু প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে হাত মেলান বা করমর্দন করেন তাই তার হাতে এমন দাগের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প হলেন সাধারণ মানুষের (নেতা)। তাদের প্রতি তার প্রতিশ্রুতি অটুট এবং তিনি এটি প্রতিদিন প্রমাণ করেন। ট্রাম্পের হাতে কালশিটে দাগ আছে কারণ তিনি সারাক্ষণ কাজ করেন এবং দিনের বেশিরভাগ সময় করমর্দন করেন।”
গত বছরও ট্রাম্পের হাতে কালশিটে দাগ দেখা গিয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ। ওই সময় ট্রাম্পও দাবি করেছিলেন, অনেকের সাথে করমর্দন করতে হয় বলে তার হাতে দাগের সৃষ্টি হয়েছে।
কালের আলো/এসএকে