ভূমিকম্পে কাঁপল মিয়ানমার
প্রকাশিতঃ 5:20 pm | March 04, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। সোমবার মিয়ানমারে রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে।
তবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১০টা ১২ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির বেশিরভাগ অঞ্চল।
এছাড়া একই দিন সকালের দিকে আরেকটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এই ভূমিকম্পের মাত্রাও ছিল ৪ দশমিক ২। তবে একদিনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে মিয়ানমারে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ইউরেশীয় ও ইন্দো-অস্ট্রেলীয় প্লেটের মাঝে সংঘর্ষের কারণে মিয়ানমার ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
ভূমিকম্পের প্যারামিটার অনুযায়ী, ১৯৯০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রত্যেক বছরে মিয়ানমার ও এর আশপাশের অঞ্চলে ১৪০ বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়। এসব ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৩ বা তারচেয়ে বেশি।
কালের আলো/এসএকে