অব্যাহতি পেলেন তারেক রহমানের সাবেক পিএস অপু

প্রকাশিতঃ 5:33 pm | March 04, 2025

নিজস্ব প্রতিবেদক,  কালের আলো:

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গুলশান থানার চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সহকারী (পিএস) মিয়া নূরউদ্দিন অপু অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মেহেদী হাসান মামলাটির চার্জগঠন শুনানির পর্যায় থেকে আসামি অপুকে অব্যাহতি দেন। আদেশে আদালত বলেন, ফৌজদারি কার্যবিধির ২৪১-এ ধারায় আসামি মিয়া নূরউদ্দিন অপুকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সূত্রে বিষয়টি জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৮ মার্চ বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার একান্ত সহকারী মিয়া নূরউদ্দিন অপুকে আসামি করে ১ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। দ্রুত বিচার আইনে গুলশান থানায় এ মামলাটি করা হয়।

পরে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে ২০০৭ ও ২০০৮ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন তারেক রহমান। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ২০২৪ সালের ২৩ অক্টোবর চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে গুলশান থানার এ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে হাইকোর্ট রায় দেন। পরে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের এ রায় বহাল রাখেন। অন্যদিকে মামলাটিতে আসামি থাকা মিয়া নূরউদ্দিন অপুর বিরুদ্ধে চার্জগঠন না করে অব্যাহতি দেন আদালত।

কালের আলো/এমডিএইচ