স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়
প্রকাশিতঃ 5:50 pm | March 04, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাম্প্রতিক সময়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের স্কুলে ভর্তির ক্ষেত্রে একটি এককালীন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। অভ্যুত্থানে আহত প্রায় ১২ হাজার ৫০০ জনের জন্য শুধু স্কুলে ভর্তির ক্ষেত্রে এটি একটি এককালীন সুবিধা হিসেবে থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারদের যে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে এটা বিবেচনা করা হচ্ছে। কোনোভাবেই এটা কোটার সঙ্গে তুলনীয় নয়।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আরেকটি সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায়। জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বিশ্বের অনেক দেশে পণ্যের গায়ে লেখা থাকে। যাতে যারা ওই খাদ্য গ্রহণ করছেন তারা জেনেই ওই খাদ্য গ্রহণ করেন। সিদ্ধান্ত হয়েছে যে, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য করে আমরাও বাংলাদেশে এই প্রক্রিয়া শুরু করবো।
তিনি আরও বলেন, বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের নাম বিশেষ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল। আজকের বৈঠকে দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিফ্রিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএকে