মাদ্রিদ ডার্বির জন্য প্রস্তুত সান্তিয়াগো বার্নাব্যু, দেখে নিন রিয়ালের স্কোয়াড
প্রকাশিতঃ 7:37 pm | March 04, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের শুরুটা ভালো না হলেও দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের সঙ্গী হিসেবে অ্যাথলেটিকো মাদ্রিদকে পেয়েছে লস ব্লাঙ্কোসরা। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রাতে মাঠে নামবে দুই দল।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগের লড়াই ও মাদ্রিদ ডার্বির জন্য প্রস্তুত সান্তিয়াগো বার্নাব্যু।
প্রথম লেগ ঘরের মাঠে হলেও বড় জয়ের সম্ভাবনা দেখছেন না রিয়াল কোচ আনচেলত্তি। তার ভাষ্য, আমরা তা মনে করি না। এটা অসম্ভব। লড়াইটা কঠিন হবে এবং দ্বিতীয় লেগেই সবকিছু ফয়সালা হবে। এই ম্যাচে লক্ষ্য ভালো খেলা এবং এগিয়ে যাওয়া। ম্যাচটি হবে সমানে-সমান এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। আমরা বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি না। প্রতিপক্ষ শক্তিশালী।
প্লে-অফে দুই লেগ মিলিয়ে ম্যানচেস্টার সিটিকে ৬-৩ গোলে হারিয়ে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে রিয়াল। সিটি ও অ্যাথলেতটিকোর খেলার ধরন দুই রকম। অনেক বেশি প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে দিয়েগো সিমেওনের দল।
আমি এখানে ইতিহাস গড়তে এসেছি: ভিনিসিয়ুস
তবে নিজেদের খেলার ধরনে কোনো বদল আনতে চান না আনচেলত্তি। তিনি বলেন, দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য আমাদের বিবেচনা করতে হবে। আতলেতিকো অনেক বেশি পাল্টা-আক্রমণ করতে পারে। কিন্তু আমি আমাদের ধরন, মানসিকতা পরিবর্তন করতে চাই না।
প্রথম লেগের জন্য রিয়াল মাদ্রিদ স্কোয়াড:
গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন এবং ফ্রাঁ গঞ্জালেজ।
ডিফেন্ডার: আলাবা, লুকাস ভি., ফ্রান গার্সিয়া, রুডিগার, মেন্ডি এবং এসেনসিও।
মিডফিল্ডার: ক্যামাভিঙ্গা, ভালভার্দে, মডরিচ, চৌমেনি এবং আরদা গুলার।
ফরোয়ার্ড: ভিনি জুনিয়র, এমবাপে, রড্রিগো, এন্ড্রিক এবং ব্রাহিম।
কালের আলো/এসএকে