ভূমি সেবায় শৈথিল্যর প্রমাণ পেলে কোনও ছাড় দেওয়া হবে না : সচিব

প্রকাশিতঃ 7:30 pm | March 05, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমিসেবা হয়রানিমুক্ত করতে মন্ত্রণালয় বদ্ধপরিকর। সেবা দিতে কোনোরকম শৈথিল্যর প্রমাণ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না।

বুধবার (৫ মার্চ) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমিসেবা সহায়তা নির্দেশিকা-২০২৫’ শীর্ষক লার্নিং সেশন উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতে এবার নতুন সংযোজন ‘ভূমিসেবা সহায়তা নির্দেশিকা-২০২৫’। জনগণ যাতে করে ভূমিসেবা গ্রহণে কারো প্ররোচনায় না পরে সে লক্ষ্যে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে, যা ভূমিসেবায় নতুন দিগন্তের সূচনা হবে। সেবা প্রত্যাশীরা এর মাধ্যমে কোন সেবা কিভাবে নিতে হবে বা কার কাছে কোন সেবা বিদ্যমান তা জানতে পারবেন।

তিনি বলেন, দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছে। যেসব সেবা পেতে আগে দিনের পর দিন অপেক্ষা করতে হতো গ্রাহকদের, এখন তা এসে ধরা দিয়েছে হাতের মুঠোয়। আদিকালের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করতে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হওয়ার কথা হয়েছে।

কালের আলো/এমডিএইচ