পুলিশে বিসিএসের মর্যাদা পেলেন ১৫ পরিদর্শক

প্রকাশিতঃ 12:57 pm | March 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ১৫ পুলিশ পরিদর্শক।

বৃহস্পতিবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে পদোন্নতির কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহাবুবুর রহমান।

একটি প্রজ্ঞাপনে ১৪ জনের নাম রয়েছে এবং আরেকটি প্রজ্ঞাপনে ভূতাপেক্ষভাবে একজনকে পদোন্নতি দেওয়া হয়।

কালের আলো/এএএন