এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ দাবিতে চলমান আন্দোলন স্থগিত

প্রকাশিতঃ 1:36 pm | March 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তার বিদায়ী ব্রিফিংয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট ও আগামী বাজেটে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২২ দিন ধরে চলা আন্দোলন স্থগিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি। এসময় তারা সাবেক শিক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সন্মেলনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ১২ ফেব্রুয়ারি থেকে ২২ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করেছে। সংগঠনটি মার্চ টু সেক্রেটারিয়েট, মার্চ টু যমুনা, মার্চ টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল, জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা বিদায়ী ভাষণে আশ্বাস দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

তারা বলেন, আমরা আশা করি, শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আজহার পর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

এসময় জোটের আহ্বায়ক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, এ সরকার আমাদের সরকার। সরকার বাংলাদেশ থেকে সব বৈষম্য নিরসন করবে এটা আমাদের বিশ্বাস। আমি নতুন শিক্ষা উপদেষ্টার নিকট টেকসই উন্নত মানের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

কালের আলো/এএএন