মাগুরার দুটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
প্রকাশিতঃ 3:37 pm | March 06, 2025

মাগুরা প্রতিবেদক, কালের আলো:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ মার্চ) জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের আল আমিন মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
মাগুরা-১ (সদর ও শ্রীপুর) আসনে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির যশোর–কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য আব্দুল মতিন ও মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও সদরের ৪টি ইউনিয়ন) আসনে বর্তমান জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক এম বি বাকেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ড. অধ্যাপক আলমগীর বিশ্বাস প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। ইফতার মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করায় সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
কালের আলো/এসএকে