ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা

প্রকাশিতঃ 3:50 pm | March 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে। তারা বলছেন, হালনাগাদ কার্যক্রমে তারা যন্ত্রপাতির স্বল্পতা ও কারিগরি সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর সমাধান না হলে যথা সময়ে হালনাগাদ কার্যক্রম ‍সম্পূর্ণরূপে শেষ নাও হতে পারে।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ শঙ্কার কথা বলেন।

সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ একাধিক জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমস্যার সমাধানের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সভায় বলেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পক্ষ থেকে যন্ত্রাংশ পাওয়া যাবে এবং দ্রততম সময়ে তা মাঠপর্যায়ে পাঠানো হবে।

এর পরিপ্রেক্ষিতে সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, যন্ত্রপাতির স্বল্পতার সমাধান করা হলে নির্ধারিত সময়ে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। কিন্তু প্রুফ রিডিং ও ডাটা আপলোডের জন্য সময় বৃদ্ধির প্রয়োজন।

ইসির একাধিক মাঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সময় বৃদ্ধির কথা বলা হলেও ভোটার হালনাগাদ কার্যক্রমে আরও বেশি মনোযোগী হয়ে নির্ধারিত সময় তথা চলতি বছরের ১১ এপ্রিলের মধ্যে তা শেষ করা নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সচিবালয়ে কর্মকর্তারা জানান, আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রমে মনোযোগী হয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করার। আমরা সেটি করার চেষ্টা করছি।

জানা যায়, গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছে ইসি এবং ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করার কাজ যা চলবে চলতি বছরের ১১ এপ্রিল পর্যন্ত। চলিত বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন(ইসি)। সে অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যেখানে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১হাজার ৬১৫ জন। মহিলা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন; এবং ৯৯৪ জন হিজড়া ভোটার রয়েছেন। তবে চললাম বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম জুনে শেষ হলে আরও একটি ভোটার তালিক করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থটি।

২০০৭-০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। এরপর ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-১০, ২০১২-১৩, ২০১৫-১৬, ২০১৭-১৮, ২০১৯-২০ ও ২০২২-২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি।

কালের আলো/এমডিএইচ