সামি স্বীকার করলেন, দুবাইয়ে সব ম্যাচ খেলা অবশ্যই বাড়তি সুবিধা

প্রকাশিতঃ 4:00 pm | March 06, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র ভারতই হাইব্রিড মডেলের সুবিধাটা পাচ্ছে। সবগুলো ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বাকিদের শহর বদলানোর সঙ্গে দেশ বদলানোর ঝামেলা পোহাতে হচ্ছে। যা নিয়ে সমালোচনার মুখে রোহিত শর্মার দল। তবে ভারতের পেসার মোহাম্মদ সামি স্বীকার করে নিয়েছেন, একই শহরে থাকা এবং খেলার বিষয়টি অবশ্যই তাদের বাড়তি সুবিধা দিচ্ছে।

অস্ট্রেলিয়াকে প্রথম সেমিফাইনালে হারানোর পর ভারতের এই পেসার বলেছেন, ‘এটা নিশ্চিতভাবেই আমাদের সাহায্য করছে। আমরা এখন কন্ডিশন ও পিচের আচরণ সম্পর্কে পুরোপুরি অবগত।’

সামির স্বীকারোক্তি অবশ্য নিন্দুকদের নিন্দা করার ভিত্তি আরও পোক্ত করছে। যেহেতু ভারত সবগুলো ম্যাচই দুবাইয়ে খেলছে। রাজনৈতিক কারণে সরকারের অনাপত্তিতে তাদের পাকিস্তান সফর করতে হয়নি। তুলনায় বাকি দলগুলোকে পাকিস্তানে বিভিন্ন ভেন্যুতে যাতায়াতসহ দুবাইয়ে সফর করার কষ্টটুকুও করতে হয়েছে। সামি সেটা মেনেও নিয়েছেন, ‘এক ভেন্যুতে সবগুলো ম্যাচ খেলা মানে সেটা অবশ্যই আমাদের বাড়তি সুবিধা।’অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর অবশ্য এর বিপরীত মন্তব্যই করেছেন। রোহিত বাড়তি সুবিধার কথা উড়িয়ে মন্তব্য করেছিলেন, ‘এটা আমাদের হোমগ্রাউন্ড নয়, এটা দুবাই। আমরা খুব বেশি ম্যাচ খেলারও সুযোগ পাই না। এটা আমাদের জন্যও নতুন।’

এই বিতর্কের মাঝেই ফাইনালে ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হবে। যা একই ভেন্যুতে রোহিত শর্মাদের টানা পঞ্চম ম্যাচ। কিউইদেরও অবশ্য কিছু অভিজ্ঞতা জমা হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও তারা একই প্রতিপক্ষের বিপক্ষে এখানে খেলেছে। যেখানে হার ছিল সঙ্গী।

কালের আলো/এমএএইচ/ইউএইচ