কানাডা-মেক্সিকোর বেশিরভাগ পণ্যে শুল্ক আরোপ পিছিয়ে দিলেন ট্রাম্প

প্রকাশিতঃ 10:34 am | March 07, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর বেশিরভাগ পণ্যের ওপর শুল্ক আরোপ পিছিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর পণ্যের ওপর যে শুল্ক চাপানো হয়েছিল তা এক মাসের জন্য স্থগিত রাখার কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প।

এবার কানাডার ক্ষেত্রেও একই নীতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে আগামী ২ এপ্রিল পর্যন্ত মেক্সিকোর পাশাপাশি কানাডার পণ্যের ওপর থেকেও অতিরিক্ত শুল্ক নেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৭ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মেক্সিকান এবং কানাডিয়ান রপ্তানির ওপর তার নতুন করে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন।

মেক্সিকান সরকার যুক্তরাষ্ট্রে অভিবাসন-প্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে এবং প্রাণনাশী মাদক ফেন্টানিল চোরাচালান বন্ধ করতে কিভাবে সাহায্য করেছে তা মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের কাছ থেকে সরাসরি জানার পর প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার মেক্সিকোর অধিকাংশ রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য পিছিয়ে দেন।

কালের আলো/এসএকে