পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করে হিযবুত তাহরীরের মিছিল

প্রকাশিতঃ 2:03 pm | March 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে রাজধানীতে মিছিল করছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু করে তারা।

মিছিলটি পল্টন মোড়ের দিকে আগালেও পুলিশ বাধা কোনো বাধা দেয়নি। অপ্রীতিকর ঘটনা রোধে বিপুল সংখ্যা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

‘মুক্তির এক পথ, খিলাফত, খিলাফত’ স্লোগান দিচ্ছেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা।

কালের আলো/এএএন