হিযবুত তাহরীরের মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পল্টন
প্রকাশিতঃ 2:23 pm | March 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। এতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট-পল্টন-বিজয়নগরের পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মিছিল শুরু করলে এ ঘটনা ঘটে।
এর আগে, জুমার নামাজের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ‘মুক্তির এক পথ, খিলাফত, খিলাফত’ স্লোগানে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।
দিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিযবুত তাহরীর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অনেকটা প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। নানা দাবিতে মিছিলের পাশাপাশি ঢাকায় গোলটেবিল বৈঠকও করেছে সংগঠনটি। চট্টগ্রামেও পালন করেছে নানা কর্মসূচি।
শুক্রবার সংগঠনটি রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’–এর ডাক দেয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে; বিভিন্ন জায়গায় লিফলেটও বিলি করছে।
দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠন হওয়ায় হিযবুত তাহরীর কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।
হিযবুত তাহরীরের পূর্বঘোষিত কর্মসূচি থাকায় পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের চতুর্দিকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ছাড়াও কয়েকটি জায়গায় সেনাবাহিনীর সদস্যদেরকেও অবস্থান দিতে দেখা যায়।
কালের আলো/এসএকে