বিডিআর হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত কমিশনে স্বাক্ষ্য-তথ্য দেওয়ার আহ্বান
প্রকাশিতঃ 7:26 pm | March 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে এক বার্তায় স্বাধীন তদন্ত কমিশন এ তথ্য জানিয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য সকলকে উৎসাহিত করা হলো।
কালের আলো/এএএন