পাসপোর্টের পরিচালক তৌফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত

প্রকাশিতঃ 12:24 am | March 10, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। রোববার (০৯ মার্চ) সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান, পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ঢাকা এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলা নং-০২, তারিখ-০৩.০১.২০২২, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুযায়ী বিজ্ঞ আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হয়েছে। সেহেতু, মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান, পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ঢাকাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৩৯ (২) এর বিধান মোতাবেক ২৫.০২.২০২৫ তারিখ হতে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

কালের আলো/এসএকে