প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের পদত্যাগ

প্রকাশিতঃ 2:46 pm | March 10, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ড. এম আমিনুল ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানালেও পদত্যাগের কারণ সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হননি তিনি।

জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেছেন এ কর্মকর্তা।

কালের আলো/এসএকে