ওমরাহ পালনে জামালরা, ইতালি প্রবাসী ফাহমিদুল দলে যোগ দেবেন বিকেলে
প্রকাশিতঃ 4:18 pm | March 10, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে তায়েফে ক্যাম্প করছে। আজ অনুশীলন নেই। ছুটির দিনে মুসলিম ফুটবলার, কোচিং স্টাফরা মক্কায় ওমরাহ পালনের উদ্দেশে রওনা হয়েছেন। অমুসলিম ফুটবলার, কোচিং স্টাফ তায়েফে হোটেলে অবস্থান করছেন।
বাংলাদেশ ফুটবল দল গত তিন বছর যাবত মার্চে সৌদি আরব ক্যাম্প করছে। গত দুই বছরের মতো এবারও ছুটির দিনে ওমরাহ পালন করছেন ফুটবলাররা। আজ ওমরাহ পালন করে আবার রাতে তায়েফে ফিরবেন ফুটবলাররা।
২৫ মার্চ ভারতের বিপক্ষে ৩০ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেই স্কোয়াডের ২৮ জন ফুটবলার ঢাকায় ক্যাম্প শুরু করেন ৷ ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম আজ সৌদি সময় বিকেল সাড়ে পাঁচটায় জেদ্দায় পৌঁছাবেন। বাংলাদেশ দলের সঙ্গে থাকা লিয়াজোঁ অফিসার ফাহমিদুলকে জেদ্দা থেকে তায়েফের হোটেলে নেবেন।
কালের আলো/এমএএইচ/ইউএইচ