নতুন সূচিতে চলছে চট্টগ্রামের ৯ ট্রেন

প্রকাশিতঃ 11:52 am | March 11, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:

গতকাল সোমবার থেকে নতুন সূচিতে চলছে রেলওয়ের পূর্বাঞ্চলের আওতাধীন চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার ও ময়মনসিংহের পথে চলাচলকারী ১৫টি ট্রেনের মধ্যে ৯টি ট্রেন। রেলওয়ের নতুন ওয়ার্কিং টাইম টেবিল-৫৪ অনুযায়ী ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছার সময়ে কিছুটা কম-বেশি করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

এর আগে ২০২৩ সালের ১ ডিসেম্বর পূর্ব রেলের সময়সূচির পরিবর্তন করা হয়েছিল। এ হিসেবে ১৬ মাস পর রেলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন বলেন, ‘সোমবার থেকে নতুন সময়সূচিতে কয়েকটি ট্রেন চলাচল করছে। এতে আন্তনগরসহ কয়েকটি ট্রেনের সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সূচিতে ট্রেন চলাচল করবে।’

নতুন সূচি অনুযায়ী, সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকাল পৌনে ৫টার বদলে ৫ টায় ছাড়ছে। একই ট্রেন ঢাকা থেকে প্রতিদিন সকাল ৭টায় আগের সময়ই ছাড়ছে। চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস নতুন সূচিতে সন্ধ্যা ৬টার বদলে বিকাল সোয়া ৫টায় ছাড়ছে। একই ট্রেন চাঁদপুর থেকে সকাল ৫টাতেই ছাড়ছে। জামালপুরগামী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছাড়ার সময় সকাল সোয়া ৯টায় ঠিক থাকলেও জামালপুর থেকে ছাড়ার সময় বদলেছে। রাত ৮টা ১০ মিনিটের বদলে ছাড়ছে রাত ৮টায়। অন্যদিকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস আগের সময় সকাল ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে, কিন্তু ঢাকা থেকে দুপুর ১টা ৪৫ মিনিটের বদলে ছাড়ছে ২টা ১৫ মিনিটে। এ ছাড়া কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার থেকে বেলা ১২টা ৪০ মিনিটের জায়গায় সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছাড়ছে। অপরদিকে পর্যটক এক্সপ্রেস রাত সাড়ে ৮টার বদলে সন্ধ্যা পৌনে ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে চলাচলকারী সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময়েও কিছুটা হেরফের হয়েছে। প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ১০টা ৩৫ মিনিটের বদলে ১০টা ২০ মিনিটে ছাড়ছে। সৈকত এক্সপ্রেস রাত সোয়া ৮টার বদলে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ছে রাত ৮টায়।

কালের আলো/এমডিএইচ