জাল-মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জামায়াতের
প্রকাশিতঃ 8:34 pm | March 11, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি অনেক আগে থেকে জামায়াতে ইসলামী করে আসছিল বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন ইতিবাচক পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।
মঙ্গলবার (১১ মার্চ) এক ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। তিনি উল্লেখ করেন, যেকোনো মূল্যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এই দাবি প্রবাসীদেরও। আমরা তাদের দাবির প্রতি বরাবর জোরালো সমর্থন ও সম্মান প্রদর্শন করে আসছি।
দেশের তরুণ যুবসমাজের ভোটও একইভাবে নিশ্চিত করতে হবে এবং যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকাভুক্ত করতে হবে।
বিগত ফ্যাসিস্ট আমলে যে বিপুল পরিমাণ জাল ভোটার তৈরি করা হয়েছিলো তাদেরকেও ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দিতে হবে।
কালের আলো/এসএকে