নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আতিকুল-মহিবুল

প্রকাশিতঃ 1:56 pm | March 12, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হওয়া রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল ১০টায় আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

এর মধ্যে ভাটারা থানার একই হত্যা মামলায় সালমান এফ রহমান ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে তেজগাঁও থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার মহিবুল হককে দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৬ অক্টোবর আতিকুলকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ২০ নভেম্বর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মহিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। তারা প্রত্যেকেই বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ শেষে কারাগারে আছেন।

কালের আলো/এসএকে