গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২
প্রকাশিতঃ 11:33 am | March 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী একটি বাস ও সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার চাপ্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় চাপ্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে অন্তত ১২ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায়, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালের আলো/এসএকে