লিবিয়ান বিনিয়োগ কর্তৃপক্ষ চেয়ারম্যান ও বাংলাদেশি দূতের বৈঠক
প্রকাশিতঃ 1:41 pm | March 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
লিবিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির চেয়ারম্যান ও সিইও ড. আলী মাহমুদ হাসানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।
স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) লিবিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির চেয়ারম্যানের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে উভয়পক্ষ দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গভীরভাবে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বস্ত্র শিল্প, ওষুধ, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি এবং অবকাঠামো উন্নয়নের মতো খাতগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
রাষ্ট্রদূত আরও জানান, আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ অনুষ্ঠিত হবে। এই সামিটে বিশ্বব্যাপী বিনিয়োগকারী, নীতিনির্ধারক এবং শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। সামিটে বিশেষ করে ডিজিটাল ইকোনমি, আইসিটি, বস্ত্র শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, স্বাস্থ্য ও সেবা, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা ও উপস্থাপনা করা হবে।
এছাড়া, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের বাস্তব অবস্থা পর্যবেক্ষণের জন্য সুনির্দিষ্ট শিল্পাঞ্চল ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
এই প্রেক্ষাপটে রাষ্ট্রদূত লিবিয়ান ইনভেস্টমেন্ট অথরিটিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র লিবিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সামিটে লিবিয়ার অংশগ্রহণ দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং উভয় দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
আলী মাহমুদ হাসান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি লিবিয়ার পক্ষ থেকে সামিটে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং বিশেষ করে দক্ষ জনবল ও অর্থনৈতিক খাতে দুদেশের মধ্যে বিনিয়োগের সুযোগ প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কালের আলো/এমডিএইচ