প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে ছোলা-পেঁয়াজ, খেজুর-ডিম

প্রকাশিতঃ 5:13 pm | March 14, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা ও প্লাস্টিক দূষণ মোকাবেলায় ‘প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার’ চালু করা হয়েছে। এ কর্ণারে প্লাস্টিক ও পলিথিন জমা দিলে তার বিনিময়ে মিলবে ছোলা, খেজুর, চিড়া, আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

শুক্রবার (১৪ মার্চ) সকালে নগরীর কাজির দেউরি কাঁচাবাজারে কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

এর আগে চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ কাঁচাবাজারে ক্লিন বাংলাদেশের উদ্যেগে ও চসিকের সহযোগিতায় প্লাস্টিক একচেঞ্জ কর্নার বুথ খোলা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ক্লিন বাংলাদেশের এ উদ্যেগের পাশে চসিকের সার্বক্ষণিক সহযোগিতা থাকবে। পাশাপাশি ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটি বাস্তবায়ন ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে এ উদ্যেগ। সামনে ক্লিন বাংলাদেশ সংগঠনকে নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ভ্রাম্যমাণ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার চালু করা হবে।’

ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনি বলেন, ‘চসিকের সহযোগিতায় ক্লিন বাংলাদেশ এরকম বুথ নগরীর প্রত্যেকটা পয়েন্টে চালু রাখার চেষ্টা করবে। আমরা চেয়েছি সমস্যার একটি কার্যকর সমাধান দিতে, যেখানে পরিবেশ রক্ষা ও মানবিক সহায়তা একসাথে করা যায়। এটা শুধু প্লাস্টিক দূষণ রোধ করবে না বরং নিম্ন আয়ের মানুষের জন্য রমজানের সময়ে সহায়তা হিসেবে কাজ করবে।’

ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক তানভীর রিসাত বলেন, ‘তরুণ প্রজন্মের হাত ধরেই পরিবর্তন হবে আমাদের লাল সবুজের বাংলাদেশ। এ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নারের মাধ্যমে শুরু হোক পরিবর্তন ও সচেতনতা। পুরো রমজান মাস জুড়ে প্রতি শুক্রবার ও শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, বাগমনিরাম ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ আবু ফয়েজ ও যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইসাক।

কালের আলো/এএএন