প্রকাশ্যে এলো শাকিব-ইধিকার রোমান্সে ভরপুর ‘দ্বিধা’
প্রকাশিতঃ 8:53 pm | March 14, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
প্রকাশ্যে এসেছে ‘বরবাদ’ সিনেমার প্রথম গান দ্বিধা! প্রেমে পড়ায় অনুভূতিতে রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স!
ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শুক্রবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান ও গায়ক প্রীতমের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়।
বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু।
কিছুদিন আগের ‘বরবাদ’টিজার প্রকাশিত হয়েছে, যা দেখে প্রশংসা করেছেন সাধারণ দর্শক। সবমিলিয়ে বলা যায়, প্রতিবারের মত ঈদেও বরবাদ দিয়ে বাজিমাৎ করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান।
কালের আলো/এসএকে